সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
১১ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অন্যের কার্ড দিয়ে ঢাবিতে প্রবেশের চেষ্টা, বহিরাগত তরুণ আটক

নিজস্ব প্রতিবেদক : অবৈধভাবে অন্যের কার্ড ব্যবহার করে পরিচয় লুকিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টাকালে বহিরাগত এক তরুণকে আটক করে থানা পুলিশের কাছে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম।

নিজেকে ইউনিভার্সিটি অব স্কলারসের ছাত্র বলে দাবি করেছে ওই তরুণ। আটককৃতের নাম সালমান। তাকে শাহবাগ থানায় আটক রাখা হয়েছে।

আটক তরুণ নিজেকে ডাকসু নির্বাচনের প্রার্থী রাকিব গাজীর আত্মীয় বলে পরিচয় দিয়েছেন।

ওই তরুণ জানান, তিনি গত দুইদিন থেকে বিশ্ববিদ্যালয়ে রয়েছেন। প্রয়োজনীয় কিছু কাগজপত্র ফটোকপি এবং প্রিন্ট করার জন্য মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে বের হয়ে নীলক্ষেত যান।

সরেজমিনে দেখা যায়—১১টা ১৫ মিনিটের দিকে নীলক্ষেত পয়েন্ট দিয়ে ঢোকার চেষ্টা করেন। তার তথ্যের গরমিল পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম তাকে তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য কার্ড দেখতে চান। তবে তিনি কার্ড দেখাতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীর কার্ড দেখিয়ে এবং ডাকসু নির্বাচনে একজন প্রার্থীর আত্মীয় পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে চাইলে তাকে পৌনে ১২টার দিকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। থানায় তাকে তার পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি শাহবাগ থানার ওসি খালিদ মনসুর।