স্পোর্টস ডেস্ক : চার দলের অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের দৌড়ে বাংলাদেশের একমাত্র প্রতিদ্বন্দ্বী নেপাল। পয়েন্ট টেবিল দেখাচ্ছে, আজকের ম্যাচেই টুর্নামেন্টের শিরোপা জয় নিশ্চিত হতে পারে বাংলাদেশের। সর্বোচ্চ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। দুইয়ে থাকা নেপালের অর্জন ৯ পয়েন্ট। আজ দুদলেরই ম্যাচ রয়েছে।
যদি দিনের প্রথম ম্যাচে ভুটান-নেপাল ড্র করে তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেই এক ম্যাচ হাতে রেখে শিরোপা নিজেদের করে নেবে বাংলাদেশ। কেননা তখন বাংলাদেশের পয়েন্ট হবে ১৪। আর নেপালের পয়েন্ট হবে ১০। পরের ম্যাচে নেপাল জিতলেও পয়েন্ট তালিকায় বাংলাদেশের পেছনে থাকবে। তখন তাদের পয়েন্ট হবে সর্বসাকুল্যে ১৩।
আর যদি নেপালকে হারিয়ে দিতে পারে ভুটান তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করলেও চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। এ ক্ষেত্রে নেপালের পয়েন্ট ৯-ই থাকবে। আর বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে ১৩। শেষ ম্যাচে জয় পেলেও ১২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের পেছনে থাকবে নেপাল। যদি বাংলাদেশ ও নেপাল জিতে যায় তাহলে আগামী সোমবার দুদলের ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নেবে। কারণ, তখন বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে ১৫ আর নেপালের হবে ১২।
সাফে দুটি ম্যাচ বাকি বাংলাদেশের। আজ শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পর শেষ ম্যাচটি নেপালের বিপক্ষে খেলবে তারা। এই দুটি ম্যাচেই জয় পাওয়ার লক্ষ্যের কথা জানালেন ভুটান ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া নবিরন খাতুন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও জয় নিয়ে মাঠ ছাড়তে চান তারা।
নারী দলের ম্যানেজার মাহমুদা আক্তারও জানালেন টুর্নামেন্টের বাকি দুটি ম্যাচ ভালোভাবে শেষ করতে চায় বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না সাগরিকা। নেপালের বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে তাকে। বসুন্ধরা কিংসের প্র্যাকটিস গ্রাউন্ডে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচটি শুরু হবে। এর আগে একই ভেন্যুতে বেলা ৩টায় শুরু হবে নেপাল-ভুটানের ম্যাচটি।