বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
২১ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আমরা আবু সাঈদকে কোনো দিন ভুলতে দিব না: ছাত্রদল সভাপতি

মুক্তবাণী অনলাইন : জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, উপদেষ্টাদের সময় হয় না, আবু সাঈদের কবর জিয়ারতের। আমরা কষ্ট পাই। আবু সাঈদের আত্মাও অবশ্য কষ্ট পাচ্ছে। আজ যেখানে তাদের হাজার হাজার ছাত্র-জনতার উপস্থিত থাকার কথা তা নেই। সেখানে আমরা আমাদের বিপুলসংখ্যক নেতাকর্মীদের নিয়ে তার আত্মার মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করেছি।

বুধবার রংপুর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গ্র্যান্ড হোটেল মোড়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বীর শহীদ আবু সাঈদসহ সকল শহীদদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

রংপুর মহানগর ছাত্র দলের আহ্বায়ক ইমরান খান সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম। রংপুর মহানগর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, রংপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব আফতাবুজ্জামান সুজনের সঞ্চলনায় বক্তব্য রাখেন বিভাগের ৮ জেলা ও ১টি সাংগঠনিক জেলার নেতারা।

ছাত্রদল সভাপতি বলেন, আমরা বলতে চাই যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আবু সাঈদের আত্মদানের কথা জাতীয়তাবাদী ছাত্র দল মনে রাখবে। আমরা আবু সাঈদকে কোন দিন ভুলতে দিব না। রংপুরের ছাত্র-জনাতা ভুলতে দিবে না, ইনশাআল্লাহ।

এনসিপির সমাবেশ ঘিরে নিষিদ্ধ ছাত্রলীগের হামলার প্রসঙ্গে তিনি বলেন, বুধবার গোপালগঞ্জে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যা ঘটেছে তা নিন্দনীয়। আমরা এর প্রতিবাদ জানাই। খুনি হাসিনার দোসরদের হামলার নিন্দা জানাচ্ছি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।