সোমবার, ১১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৭ হিজরি

আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন বিএনপি নেতা বাবর

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। একই সঙ্গে লুৎফুজ্জামান বাবর তার বাবার কবর জেয়ারত করেন।

শুক্রবার (২ মে) দুপুর ২টার পর তিনি বনানী কবরস্থানে তার বাবা ও আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কবর জিয়ারতের সময় লুৎফুজ্জামান বাবর তার বাবা ও আরাফাত রহমান কবর জিয়ারতের সময় লুৎফুজ্জামান বাবর তার বাবা ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান।