সোমবার, ১১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৭ হিজরি

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির ৪র্থ দিনের বিক্ষোভ কর্মসূচি আজ

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আজ চতুর্থ দিনেও বিক্ষোভ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় গাজীপুরের মাওনা চৌরাস্তা (ফ্লাইওভারের নিচে) এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

দলের যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন।

এর আগে, সোমবার বিকেলে ১৫ দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিক্ষোভ করে এনসিপি। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে জানায় তারা।

এরপর তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দ্বিতীয় দিনে বিকেল ৫টায় আওয়ামী লীগ নিষিদ্ধ, গণহত্যার বিচার ও সংস্কারের দাবিতে রাজধানীর খামারবাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল করে এনসিপি।

এরপর বুধবার বিকেল সাড়ে ৪টায় বৃহত্তর উত্তরা জোন বিক্ষোভ ও মিছিল করেছে উত্তরাবিএনএস সেন্টারে এবং সন্ধ্যা ৭টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে এনসিপি শাহাবাগ জোন।

আজ চতুর্থ দিনেও তাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে জাতীয় নাগরিক পার্টি।