মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ইউক্রেনের ন্যাটো-বহির্ভূত মর্যাদা শান্তি আলোচনার ‘মূলভিত্তি’ : ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক : ক্রেমলিন সোমবার বলেছে, যুদ্ধের অবসান নিয়ে আলোচনায় ইউক্রেনের ন্যাটো-বহির্ভূত মর্যাদা একটি ‘মূলভিত্তি’।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেন, ইউক্রেন ন্যাটোতে যোগদানের ক্ষেত্রে জোটের কিছু সদস্য বিপক্ষে অবস্থান করছে।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নিয়মিত এক ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বিষয়টি অন্যতম মূলভিত্তি এবং বিশেষ আলোচনার প্রয়োজন রয়েছে।

তিনি আরো বলেন, জেলেনস্কি যখন যুক্তরাষ্ট্রের দূত এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বার্লিনে উপায় খোঁজার আলোচনায় বসেছেন, রাশিয়া আশা করছে— যুক্তরাষ্ট্র আমাদের সেই ধারণাটিই দেবে যা আজ বার্লিনে আলোচনা হচ্ছে।