আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে আরও অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া আগামী ৫০ দিনের মধ্যে শান্তি চুক্তিতে রাজি না হলে রাশিয়ার ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি।
সোমবার (১৪ জুলাই) হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকের পর এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। খবর আল জাজিরার।
ডোনাল্ড ট্রাম্প সংবাদিকদের বলেন, ‘আমরা অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে যাচ্ছি এবং সেগুলো ন্যাটোকে পাঠানো হবে। অস্ত্রগুলোতে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স এবং অন্যান্য সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে যা ইউক্রেন জরুরিভাবে চেয়েছে।’
এতদিন রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আলোচিত থাকলেও এবার বিরক্তি প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, পুতিন তাকে হতাশ করেছেন। রাশিয়ার ওপর গভীর অসন্তোষ প্রকাশ করে তিনি জানান, ৫০ দিনের মধ্যে শান্তিচুক্তি না হলে শুরু হবে ১০০ শতাংশ সেকেন্ডারি ট্যারিফ।
ট্রাম্প আরও জানান, রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া যেকোনো দেশকেই গুণতে হবে ১০০ শতাংশ ট্যারিফ। ভারত, চীন বা যেসব দেশ এখনো রুশ জ্বালানি কিনছে, তারাও এই শাস্তির আওতায় পড়বে। লক্ষ্য একটাই, রাশিয়ার যুদ্ধ তহবিলে আঘাত হানা।
এই ঘোষণার দিনই ইউক্রেনে কিয়েভে বৈঠক করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি ও মার্কিন দূত কিথ কেলগ। আলোচনায় উঠে আসে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদার, ইউরোপের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদন ও ক্রয় পরিকল্পনা।