বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ সফর, ১৪৪৭ হিজরি

ইউক্রেনে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনীয় বাহিনীর তীব্র প্রতিরোধের পর পূর্ব ইউক্রেনের একটি গ্রামের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছেন রাশিয়ান সেনারা। ওই গ্রামটি লিথিয়াম মজুতের কাছে অবস্থিত।

বৃহস্পতিবার (২৬ জুন) রুশ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে, দোনেৎস্কের শেভচেঙ্কোকে নোভোসেরহিভকা নামে আরেকটি বসতি দখল করা হয়েছে।

রয়টার্স স্বাধীনভাবে রাশিয়ার দাবি নিশ্চিত করতে পারেনি। এছাড়া এ বিষয়ে ইউক্রেনের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় সময় বৃহস্পতিবার আবারও বন্দিবিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। মস্কো ও কিয়েভ জানায়, উভয় পক্ষের সেনারা নিজ নিজ দেশে ফিরেছেন।

ইউক্রেন জানায়, ফিরিয়ে আনা বেশিরভাগ সেনা ২০২২ সাল থেকে বন্দি ছিলেন। অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মুক্ত সেনারা বর্তমানে বেলারুশে চিকিৎসা ও পুনর্বাসন সেবা নিচ্ছেন।

ইউক্রেন জানায়, সর্বশেষ বিনিময়ে আহত ও অসুস্থ সেনারাও ছিলেন, যাদের বয়স ২৪ থেকে ৬২ বছরের মধ্যে। আরও বিনিময়ের আশ্বাস দিয়েছেন তারা। তবে, এই অগ্রগতির মধ্যেও কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। দখলকৃত ভূখণ্ড ছাড়তে রাজি নয় রাশিয়া।

বন্দিবিনিময়ের মধ্যেই ইউক্রেনের খেরসনে রুশ বিমান হামলায় হতাহত হয়েছেন কয়েকজন। তবে সুমি অঞ্চলে রুশ আগ্রাসন প্রতিহত করার দাবি করেছেন ইউক্রেনের সেনাপ্রধান। এতে প্রায় ৫০ হাজার রুশ সেনা মোতায়েন ঠেকান গেছে বলে জানান তিনি। ওই এলাকায় প্রতিরক্ষা জোরদারে নতুন ইউনিটও গঠন করেছে কিয়েভ।

উভয় পক্ষই চালিয়ে যাচ্ছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। রাশিয়া জানায়, একরাতে ইউক্রেনের ৫০টি ড্রোন গুলি করে নামানো হয়েছে। অন্যদিকে, ইউক্রেন জানায়, রাশিয়া ৪১টি শাহেদ ড্রোন ছুড়েছে, যাতে কয়েকজন আহত হন।