মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ইকুয়েডরের কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় অন্তত ৩১ জন বন্দী নিহত হয়েছেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতদের মধ্যে ২৭ জনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এল ওরো প্রদেশের মাচালা কারাগারে এই দাঙ্গা শুরু হয় এবং এতে আরও ৩৩ জন বন্দী ও একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সোমবর সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানায়। রোববার কারা কর্তৃপক্ষের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, মাচালা কারাগারে এই সহিংসতা শুরু হয় স্থানীয় সময় ভোর ৩টায় ।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, দাঙ্গা শুরু হওয়ার পরপরই পুলিশের এলিট দল কারাগারে প্রবেশ করে এবং নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে। তবে নিহতদের পরিচয় এবং আন্তঃগ্যাং লড়াইয়ের কারণেই এই সহিংসতা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।
ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার সরকার কর্তৃক নির্মিত নতুন একটি সর্বোচ্চ-নিরাপত্তা কারাগারে কিছু বন্দীকে সরিয়ে নেওয়ার অভিযান শুরুর সময় এই দাঙ্গা ছড়িয়ে পড়ে।

ইকুয়েডরের কারাগারগুলো লাতিন আমেরিকার মধ্যে অন্যতম বিপজ্জনক। অতিরিক্ত ভিড়, দুর্নীতি এবং কর্তৃপক্ষের দুর্বল নিয়ন্ত্রণের সুযোগ নিয়ে এখানে কলম্বিয়া ও মেক্সিকোর মাদক পাচারকারীদের সঙ্গে যুক্ত গ্যাংগুলো প্রভাব বিস্তার করেছে।

প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার প্রশাসন, অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তারা এই সহিংসতার জন্য আধিপত্য ও আঞ্চলিক নিয়ন্ত্রণের জন্য প্রতিদ্বন্দ্বী গ্যাংদের লড়াইকে দায়ী করে।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে কারাগারের দাঙ্গায় ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গত বছর একাধিক কারাগারে সমন্বিত দাঙ্গার কারণে ১৫০ জন কারা গার্ডকে জিম্মি করা হয়েছিল।