বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ইতিহাসের বিতর্কিত রায়দাতার বিরুদ্ধে ন্যায়বিচারের অপেক্ষায় জাতি : জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেফতারের খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি তার প্রতিক্রিয়ার শিরোনাম দিয়েছেন ‘অপেক্ষায় রইলাম’।

শফিকুর রহমান লিখেছেন, ‘অপেক্ষায় রইলাম… এবিএম খায়রুল হক ফ্যাসিস্ট আমলে প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। নাহ, কোনোমতেই তিনি তার দায়িত্বের মর্যাদা উপলব্ধি করেননি এবং আমানত রক্ষা করেননি।’

তিনি আরও বলেন, ‘এই মর্যাদাপূর্ণ চেয়ারে বসে ইতিপূর্বে কেউ দেশ ও জাতির এত বড় ক্ষতি করেনি। তার হঠকারী রায়ের মাধ্যমে রাজনৈতিক মাফিয়াদের হাতে গুম, খুন, লুণ্ঠনসহ সকল অপকর্মের লাইসেন্স ও হাতিয়ার তুলে দেওয়া হয়েছিল।’

সাবেক প্রধান বিচারপতিকে আইনের আওতায় আনায় সন্তোষ প্রকাশ করে জামায়াত আমির লিখেছেন, ‘তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেরিতে হলেও পাকড়াও করেছে। জাতি এখন তার সুষ্ঠু বিচার এবং ন্যায্য শাস্তি দেখতে চায়।’

তিনি বলেন, ‘তার ক্ষেত্রে আমরা শুধু ন্যায়বিচারই প্রত্যাশা করি। ন্যায়বিচারেই তিনি ইতিহাসের শিক্ষণীয় শাস্তি পাওয়ার উপযুক্ত হবেন— এই আশাই রাখি।’

উল্লেখ্য, গত বছর শাহবাগ থানায় এবিএম খায়রুল হকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, তিনি প্রধান বিচারপতির দায়িত্বে থাকাকালে ‘দুর্নীতিপূর্ণ ও বিদ্বেষপ্রসূত’ রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন, যা পরবর্তী সময়ে রাজনৈতিক সংকট ও দমন-পীড়নের পথ উন্মুক্ত করে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে তাকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এখন চলছে তার বিরুদ্ধে তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া।