বুধবার, ৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১১ সফর, ১৪৪৭ হিজরি

ইলিয়াস,পিনাকী ও জুলকারনাইনের ইউটিউব ভারতে ব্যান্ড

মুক্তবাণী অনলাইন:

ভারতে বাংলাদেশের চারটি বেসরকরি টেলিভিশনের ইউটিউব বন্ধের পর ব্যক্তিগত ইউটিউব চ্যানেলও বন্ধ করা হয়েছে। সাংবাদিক ইলিয়াস হোসেন, কনক সারওয়ার ও অ্যক্টিভিস্ট, লেখক পিনাকী ভট্টাচার্যের ব্লক করে দিয়েছে ভারত। এর ফলে এখন থেকে দেশটিতে এসব চ্যানেলে প্রবেশ করতে পারবেন না কেউ। এই তালিকায় অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরও আছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়াস হোসন। আজ রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ইলিয়াস হোসেন বলেন, আমার পিনাকী ভট্টাচার্য এবং কনক সারওয়ারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে ভারত। ইউটিউব আমাদের তিনজনকে আলাদা ইমেইলে ইউটিউব কতৃপক্ষ জানিয়েছে ভারত সরকারের অভিযোগের প্রেক্ষিতে তারা ভারতে আমাদের চ্যানেল বন্ধ করেছে। আমরা বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নিচ্ছি।

এদিকে একই সমস্যার কথা জানিয়েছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি এক ফেসবুক পোস্টে বলেন, ‘আমার অপরাধটা কিরে ভাই? কবে ইউটিউব চ‍্যানেল একটা খুলছিলাম, তেমন কিছুই পোস্ট করি না। ওইটাও ভরত মাতা তাগো দেশে ব্যান কইরা দিলো।

এর আগে শুক্রবার ৯ মে ভারত সরকারের অনুরোধে ইউটিউব প্ল্যাটফর্মে বাংলাদেশের অন্তত চারটি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়। চ্যানেলগুলো হচ্ছে- যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন ও মোহনা টিভি।

ডিসমিসল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিউবকে ভারতের তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী যদি কোনো তথ্য জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব কিংবা জনশৃঙ্খলার জন্য হুমকি বলে সরকার মনে করে, তাহলে তা ব্লক করার আদেশ দেওয়ার ক্ষমতা রয়েছে।

এসএসএইচ.