বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১২ সফর, ১৪৪৭ হিজরি

ঈদের ছুটিতে গাজীপুরের শিল্পাঞ্চলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

গাজীপুর প্রতিনিধি :

পবিত্র ঈদুল আজহার ছুটি আজ থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার শিল্পাঞ্চলে এবার নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (GMP) এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ যৌথভাবে শিল্প এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করছে।

ঈদের ছুটির এই বন্ধকালীন সময়ে কারখানাগুলোর নিরাপত্তা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কর্মকর্তা রবিউল, এসি শিল্প গ্রুপ ও স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান ও বিজিএমই এর সদস্য সালাউদ্দিন চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সভায় শিল্প মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট সকলকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং শ্রমিকদের ঈদ ছুটি নিরাপদ ও শান্তিপূর্ণভাবে কাটাতে সহানুভূতিশীল মনোভাব বজায় রাখার আহ্বান জানানো হয়।