খাগড়াছড়ি প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় নয় উপজেলা ও তিন পৌরসভায় ৮৭ হাজার ৫৫৮টি পবিারের বিপরীতে ৮শত ৭৫ মে:টন চাউল বিতরণ শুরু হয়েছে।
মঙ্গলবার (০৩ মে) সকালে খাগড়াছড়ি পৌর ঈদগাহ মাঠ প্রাঙ্গনে অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার কার্ড প্রতি ১০ কেজি হারে এ কর্মসূচীর উদ্বোধন করেন।
তার মধ্যে খাগড়াছড়ি পৌর এলাকায় ৪ হাজার ৬শ ২১টি পরিবারের মাঝে ভিজিএফ চাউল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম,খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারন সম্পাদক এইচ এম প্রফুল্ল ও পৌরসভার সচিব পারভিন আক্তার খন্দকার।
এ সময় প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, সামনে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল আযহা। সরকার চেষ্টা করেছে সবাই যেন সুন্দর ভাবে ঈদ উদযাপন করতে পারে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে। উল্লেখ পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে এ ভিজিএফ(চাইল) বিতরণ কর্মসূচীতে সকল সম্প্রদায় এ সুবিধা পাচ্ছে।