মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
১২ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

উখিয়ায় বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার


কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তে ক্যারেঙ্গাঘোনা-২ নামক স্থানে ৬৪ বিজিবির অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। সোমবার রাতে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বিওপি’র বিশেষ টহলদল কর্তৃক সীমান্ত পিলার ১৮ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ উত্তর দিকে বাংলাদেশের অভ্যন্তরে (জিআর নং-২৯১৩৭৮ মানচিত্র ৮৪/৪ সি) বিওপি হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ উত্তর দিকে ক্যারেঙ্গাঘোনা-২ নামক স্থানে অবস্থান করে। রাত সাড়ে ৭ টার সময় মায়ানমার হতে ১ ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে তাকে ধাওয়া করলে উক্ত চোরাকারবারীরা দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ১০ কাট অর্থাৎ ১লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ৩ কোটি টাকা। মাদক চোরাকারবারীকে সনাক্ত করে আইনের আওতায় আনতে অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
এ ব্যাপারে টেকনাফ থানায় সাধারণ ডায়রী করতঃ উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উক্ত থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান বিজিবি।