নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরা পশ্চিম এলাকায় অবস্থিত ‘দ্যা টাইগার এন্টারটেইনমেন্ট লিমিটেড’ নামের একটি রেস্টুরেন্টে র্যাব-১ এর অভিযানে বিপুল পরিমাণ অনুমোদিত
বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়েছে। অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি ‘টাইগার বার’ নামে দীর্ঘদিন ধরে বার লাইসেন্স ছাড়াই অবৈধভাবে মদ পরিবেশন ও বিক্রি করে আসছিল। স্থানীয়দের অভিযোগ, সেখানে নিয়মিত অসামাজিক কার্যকলাপ চলত এবং প্রতিবাদ করলে এলাকাবাসী হামলার শিকার হতেন।
অভিযানের সময় রেস্টুরেন্টের ম্যানেজার, ক্যাশিয়ার ও কর্মচারীরা আত্মগোপন করলেও পরে তাদের একটি গোপন কক্ষ থেকে আটক করা হয়। পরবর্তীতে রেস্টুরেন্টের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় চালানো তল্লাশিতে চারটি গোপন স্টোর থেকে বিপুল পরিমাণ মদ ও বিয়ার জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের পরিমাণ: বিয়ার: ১৩৯২ লিটার (৪২২০ বোতল/ক্যান), বিদেশি মদ: ৯৩৬.৭৫ লিটার (৯৬০ বোতল),দেশি মদ: ২৫০.৫ লিটার (৩৩৪ বোতল),মোট: ২৫৭৯.২৫ লিটার (৫৫১৪ বোতল/ক্যান) যাহার আনুমানিক মূল্য: ৩ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকা
এছাড়া অভিযানে নগদ ৪ লাখ ৪৫ হাজার ৮২০ টাকা, তিনটি ল্যাপটপ ও তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন:
১. কামাল হোসাইন (২৬) ২. মো. আলাল শেখ ওরফে আল আমিন (৩১)৩. শুভ্র আন্তনী পীরিজ ওরফে শুভ্র (৩৪) ৪. লিটু দেবনাথ (২৬)
র্যাব জানায়, প্রতিষ্ঠানটি ‘টাইগার বার’ নামে নিবন্ধিত কোনো বৈধ দলিলপত্র দেখাতে পারেনি। ৩১ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও বিভিন্ন অনিয়মের কারণে রেস্টুরেন্টটিকে জরিমানা করেছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।