 
  
																
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এপ্রিলের নির্বাচনের সময়সীমা ঘোষণা দেওয়ার পুরো জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার দিবাগত রাতে থাইল্যান্ডে চিকিৎসা শেষে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বারবার বিএনপি বলে এসেছে দ্রুত নির্বাচন চায়, সেটাই আশা ছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন ড. মুহাম্মদ ইউনূস। কিন্তু নিঃসন্দেহে বিএনপি শুধু নয় গোটা জাতি হতাশ হয়েছে এপ্রিলে নির্বাচনের ঘোষণায়।