বুধবার, ৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১১ সফর, ১৪৪৭ হিজরি

এবার এনসিপির গাড়ি বহরে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা

গোপালগঞ্জে এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়ি বহরে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। বুধবার দুপুরে পৌনে তিনটার দিকে হামলা চালানো হয়। গোপালগঞ্জ সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।

এসময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালিয়েছে।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে হামলার ঘটনা ঘটেছে। এ হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছে সমাবেশে উপস্থিত থাকা এনসিপির নেতাকর্মীরা।

এর আগে এনসিপির নেতারা সমাবেশস্থলে যাওয়ার পথে গাছ কেটে রাস্তা অবরোধ করে তারা। এসব প্রতিবন্ধকতা উপেক্ষা করে এদিন দুপুর ২টায় সমাবেশ মঞ্চে উঠেন এনসিপি নেতারা। সমাবেশ শেষ করে যাওয়া পথে ফের গাড়ি বহরে হামলা চালানো হয়।