বুধবার, ৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১১ সফর, ১৪৪৭ হিজরি

ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান গোবরার নতুন ব্রাঞ্চ উদ্বোধন

পলাশ শীল, ওমান

১ মার্চ ২০২৫, ২২:২০

ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান গোবরার নতুন ব্রাঞ্চ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ জসিম উদ্দিন (সিআইপি)।

উদ্বোধনী বক্তব্যে সৈয়দ মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, উদ্যোক্তা মোহাম্মদ সাদেক হাসান অত্যন্ত পরিশ্রমী ও দক্ষ একজন ব্যবসায়ী। অল্প বয়সেই তিনি যে সফলতা অর্জন করেছেন তা সত্যিই প্রশংসনীয়। সফল হতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই।


বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ সাদেক হাসান ও তামান্না চৌধুরী দীর্ঘদিন ধরে ওমানে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন। এর ধারাবাহিকতায় তারা ব্যবসা প্রতিষ্ঠান গোবরার নতুন ব্রাঞ্চ চালু করেছেন।

অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। পরে ব্যবসার সমৃদ্ধি ও বিশ্ববাসীর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এসএসএইচ