টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার রাতে টঙ্গী কলেজগেট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে এনসিপি, যুবশক্তি, আপ বাংলাদেশের নেতাকর্মী ও সাধারণ ছাত্র জনতা।
এসময় তারা ’হাদি ভাইয়ের উপর গুলি কেন, প্রশাসন জবাব চাই; ওসমান হাদির কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে; ইত্যাদি স্লােগানে স্লোগানে এলাকা মুখরিত করে তুলে।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, মহসিন উদ্দিন তাহসিন, মো. আসাদ, গাজীপুর মহানগর জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, গাজীপুর মহানগর এনসিপির সংগঠক নাবিল ইউসুফ, গাজীপুর মহানগর যুবশক্তির মূখ্য সংগঠক আকাশ ঘোষ, আব্দুল হান্নান, শফিউল আলম, জেনারেল স্টুডেন্ট ফোরামের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান মারুফ, আপ বাংলাদেশ গাজীপুর মহানগরের আহ্বায়ক আবু সাঈদ নোমান, যুগ্ম-আহ্বায়ক মো.ইব্রাহিমসহ এনসিপি, যুবশক্তি, আপ বাংলাদেশ ও সাধারণ ছাত্র জনতার নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, অবিলম্বে শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় সাধারণ ছাত্র-জনতা বৃহত্তর আন্দোলনে ডাক দিতে বাধ্য হবে।