শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ওসমান হাদির মৃত্যুতে নাহিদ ইসলামের আবেগঘন প্রতিক্রিয়া

মুক্তবাণী অনলাইন : জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও আন্দোলনকর্মী ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি এই মৃত্যুকে ‘শহীদি মৃত্যু’ হিসেবে উল্লেখ করে একে জুলাই-পরবর্তী বাংলাদেশের জন্য সাহস ও ত্যাগের অনন্য দৃষ্টান্ত বলে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম বলেন, ওসমান হাদি হাসিমুখেই শহীদি মৃত্যুকে বরণ করেছেন। তিনি প্রয়াত এই আন্দোলন নেতার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের যে স্বপ্ন নিয়ে হাদি জীবন দিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার থেকে তারা সরে আসবেন না।

নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, ওসমান হাদির মৃত্যু জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে দেশের লাখো মানুষের জন্য প্রেরণা ও সাহসের এক স্থায়ী প্রতীক হয়ে থাকবে। তাঁর মতে, এই আত্মত্যাগ ভবিষ্যতের সংগ্রামে আন্দোলনকর্মীদের জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

ওসমান হাদির মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন মহল তাঁকে জুলাই বিপ্লবের শহীদ হিসেবে স্মরণ করে তাঁর আত্মত্যাগকে চিরঅম্লান রাখার আহ্বান জানাচ্ছেন।