খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণ কাজ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার(২২ আগস্ট) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
উদ্বোধন শেষে তিনি বলেন, পাহাড়ি এলাকার শিক্ষার্থীরা যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে পড়াশোনায় নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়। বিশেষ করে দূরবর্তী গ্রামের ছাত্রছাত্রীরা প্রতিদিন বিদ্যালয়ে আসতে না পারায় পড়াশোনা ব্যাহত হয়। নতুন এই হোস্টেল ভবন নির্মাণ হলে শিক্ষার্থীরা আবাসনের সুবিধা পাবে এবং শিক্ষার মান উন্নত হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের জন্য হোস্টেল নির্মাণের দাবি ছিল। অবশেষে সরকারের উদ্যোগে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এতে বিদ্যালয়ে ভর্তির হার বাড়বে এবং ঝরে পড়া শিক্ষার্থীও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা ও পরিষদের সদস্য সহ জনপ্রতিনিধি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এই হোস্টেল ভবন নির্মাণ শেষ হলে এলাকার শিক্ষার্থীদের জন্য শিক্ষা গ্রহণ আরও সহজ ও সুফল বয়ে আনবে বলে আশা করছে স্থানীয়রা।