নিজস্ব প্রতিবেদক : কর্মঘণ্টা অনুযায়ী পুলিশের বেতন কাঠামো পরিবর্তন করার প্রস্তাব দিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান। তিনি বলেন, পুলিশ কর্মকর্তাদের কাজের কোনো সময়সীমা নেই। কোনো জেলার ডিসি, উপজেলার ইউএনও এবং অন্যান্য কর্মকর্তার কাজের নির্দিষ্ট সময়সীমা থাকলেও পুলিশ কাজের নির্দিষ্ট সময়সীমা নেই। রাত ২টায় অথবা ৩টায়ও জরুরি কোনো কাজ পড়লে থানার অফিসার ইনচার্জ অথবা অন্য কোনো পুলিশ কর্মকর্তাকে থানায় অথবা বাইরে ডিউটি করতে হয়। তাই পুলিশের কর্মঘণ্টা অনুযায়ী বেতন কাঠামো হওয়া উচিত।
রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের স্বাধীন পুলিশ কমিশন গঠনের আলোচনায় শাকিল উজ্জামান এ দাবি জানান।
পুলিশের লজিস্টিক সাপোর্ট বাড়াতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন, তাদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য বলেন, স্বৈরাচারী সরকারের অধীনে পুলিশ কখনো জনবান্ধব হতে পারবে না। বিগত সময়ে আমরা দেখেছি ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনার আমলে পুলিশকে দলীয় রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করে জনগণের ওপর নির্বিচারে জুলুম করা হয়ে হয়েছে। এ কাঠামোয় পরিবর্তন করতে হবে। পুলিশের জন্য আলাদা স্বাধীন কমিশন গঠন করতে হবে।
এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে– ঐকমত্য কমিশনের এ প্রস্তাবে গণঅধিকার পরিষদ একমত বলেও জানান শাকিল উজ্জমান।
তিনি আরও বলেন, সংবিধানের মূলনীতি নিয়ে কমিশনের দেওয়া যে প্রস্তাব দিয়েছে– সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি যুক্ত করা তাতেও আমাদের কোনো আপত্তি নেই।