গাজীপুর প্রতিনিধি : রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় স্কুল থেকে ছেলেকে আনতে গিয়ে নিখোঁজ হওয়া মা আফসানা প্রিয়ার (৩০) দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ডিএনএ পরীক্ষার পর নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়।
নিহত আফসানা প্রিয়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই গ্রামের ব্যবসায়ী আবদুল ওহাব মৃধার স্ত্রী।
বৃহস্পতিবার রাত সাড়ে বারোটায় তার নিজ গ্রামে নিয়ে আসে স্বজনরা। আফসানা প্রিয়ার অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র আফসান ওহী (৮) অক্ষত অবস্থায় ফিরে এলেও আফসানা প্রিয়া ওই দিন থেকে নিখোঁজ ছিলেন।
বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মেদী আশুলাই পশ্চিমপাড়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে রাত দেড়টায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
আফসানার চাচা তাজুল ইসলাম বলেন, আমার ভাতিজি আফসানার ওপরেই বিমানটি বিধ্বস্ত হয়। এতে তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। এ জন্য লাশটি কার, তা বোঝা যায়নি। গত মঙ্গলবার আফসানার বাবা আব্বাস উদ্দিন ও মা মিনু বেগমকে ঢাকার সিএমএইচ হাসপাতালে নিয়ে নমুনা সংগ্রহ করা হয়। পরে ডিএনএ পরীক্ষা করে লাশ শনাক্ত করা হয়। লাশ শনাক্তের খবর পেয়ে বিকেলে তারা লাশ আনতে যান।