বুধবার, ৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১১ সফর, ১৪৪৭ হিজরি

কুমিল্লার মুরাদনগরে বিএনপির বিক্ষোভ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে কটূক্তি এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।

বুধবার বিকেলে উপজেলা সদরে আয়োজিত ওই বিক্ষোভ সমাবেশে উপজেলার ২২ ইউনিয়নের নেতাকর্মীরা যোগ দেন। তাছাড়া প্রতিটি ইউনিয়নে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন- ফ্যাসিবাদ পালিয়ে গেলেও তাদের দোসররা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে।

এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মজিবুল হক, যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া, নজরুল ইসলাম, হাজী ইদ্রিস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট নাছির উদ্দীন আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদশাহসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।