বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কুষ্টিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

কুষ্টিয়াে প্রতিনিধি : কুষ্টিয়া সীমান্ত এলাকায় ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, মদ, গাঁজা ও অবৈধ কারেন্ট জাল আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। চারটি পৃথক অভিযানে উদ্ধার হওয়া এসব মাদকদ্রব্য ও মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ ৫৬ হাজার ৩৭৫ টাকা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।

তিনি জানান, মঙ্গলবার সকালে ভেড়ামারা উপজেলার মেইন রোডে “সিরাজগঞ্জ টু বেনাপোলগামী রয়েল ডিলাক্স পরিবহন” তল্লাশিতে ৮০ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ ও ভোররাতে বিলগাথুয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

অন্যদিকে, সোমবার দুপুরে মিরপুর উপজেলার নোয়াপাড়া হাইওয়ে রোডে অভিযান চালিয়ে “মেহেরপুর টু কুষ্টিয়াগামী সুপার স্টার পরিবহন” থেকে তিন হাজার ৯৯৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও সন্ধ্যায় দৌলতপুর উপজেলার কাশেম বাজার মীরের পাড়া এলাকা থেকে ৫০ গ্রাম ভারতীয় গাঁজা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় স্থানীয় মুন্নাফ (৩২) নামে এক ব্যক্তিকে আসামি করা হলেও তিনি পলাতক রয়েছেন।

তিনি আরও জানান, আটক মাদকদ্রব্য ও মোবাইল সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে। আর মালিকবিহীন অবস্থায় আটক মাদক ও কারেন্ট জাল ধ্বংসের জন্য ব্যাটালিয়নের স্টোরে সংরক্ষণ করা হয়েছে।