শনিবার, ১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে আনসার ও ভিডিপির ২৮ দিন মেয়াদী হিল অ্যাডভান্সড কোর্সের সমাপনী

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হিল ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সমাপনী অনুষ্ঠান সোমবার জেলা আনসার ভিডিপি প্রশিক্ষন কেন্দ্র চেঙ্গী, খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্র্রাম ও পার্বত্য রেঞ্জ, চট্টগ্রাম এর সম্মানিত উপমহাপরিচালক ড. মো: সাইফুর রহমান, বিভিএম (বার), পিএএমএস মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আরিফুর রহমান, পিপিএম, জেলা কমান্ড্যান্ট খাগড়াছড়ি পার্বত্য জেলা।
প্রধান অতিথির বক্তব্যে উপমহাপরিচালক বলেন, দেশপ্রেম, সততা ও শৃঙ্খলাবোধের মধ্য দিয়ে প্রশিক্ষনার্থীরা নিজেদেরকে একজন আত্মনির্ভরশীল ও জনসম্পদ হিসেবে গড়ে তোলবে।
তিনি আরো বলেন দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ভিডিপি সদস্যদের ভূমিকা অপরিসীম। ৬১ লক্ষ জনবলের এই বাহিনীতে সিংহভাগ হচ্ছে সেচ্ছাসেবী ভিডিপি সদস্য। তিনি প্রশিক্ষণার্থীদেরকে জাতীয় সংসদ নির্বাচন এবং আসন্ন শারদীয় দুর্গাপূজায় স্থানীয় প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করার আহ্বান জানান।
উপমহাপরিচালক তার বক্তৃতায় মহাপরিচালক মহোদয় এর “সঞ্জীবনী প্রজেক্ট”-এর কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, এই প্রকল্পটি বাহিনীর মহাপরিচালক মহোদয় এর একটি দূরদর্শী চিন্তাভাবনার ফসল, যা দেশের বেকারত্ব দূরীকরণ এবং সদস্যদের জীবনমান উন্নয়নে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।
আনসার ও ভিডিপি সংগঠনে নতুন আরও ৫ টি ব্যাটালিয়ন যুক্ত হওয়ার জন্য তিনি মাননীয় প্রধান উপদেষ্টা ও সম্মানিত মহাপরিচালক মহোদয়কে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট মো: আরিফুর রহমান, পিপিএম বলেন পার্বত্য অঞ্চলের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় এই প্রশিক্ষণ সুদূর প্রসারী ভুমিকা পালন করবে। প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যরা দেশের সামগ্রিক উন্নয়নে উল্লেখযোগ্য ভুমিকা পালন করবে।
উক্ত কোর্সে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে মূল্যায়ন করা হয় এবং পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ সাহাদাৎ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, মাটিরাঙ্গা, রোকেয়া পারভীন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, সদর, জনাব কৃপালিনী চাকমা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, মানিকছড়ি, ফজলুল হক, উপজেলা প্রশিক্ষক, মাটিরাঙ্গা, মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রশিক্ষক, সদর, খাগড়াছড়ি।
উক্ত কোর্সে ১০০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেন। সার্টিফিকেট গ্রহন শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে ব্যপক উৎসাহ লক্ষ করা যায়।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণলব্ধ জ্ঞান দেশের কল্যানে কাজ করার জন্য তারা শপথ গ্রহন করেন।