শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ সফর, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে আরো ১৯ জনকে অবৈধভাবে পুশইন করল বিএসএফ

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে ১৯ জনকে অবৈধভাবে পুশইন করিয়েছে বিএসএফ। সোমবার(২৬ মে)ভোরে দিকে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এর আওতাধীন কৃষ্ণদয়াল পাড়া বিওপির আসালং রোড এলাকা দিয়ে এদের পুশইন করা হয়। পুশইনকৃতরা ভারতের হরিয়ানা রাজ্যের ইট ভাটায় কাজ করতেন বলে জানিয়েছেন।
হরিয়ানা রাজ্য হতে ১৯ জনকে পুশইন করা হয়েছে। তারা এখন বিজিবির তত্ত্বাবধানে আচালং ডিপি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে। পুশইনকৃতদের বিজিবি আটক করে তাইন্দং ডিপি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রেখেছে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, পুশইনকৃতরা কোন দেশের নাগরিক যাচাই-বাচাই চলছে।
উল্লেখ, এর আগে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে আরো ৮৫ জনকে বিএসএফ অবৈধভাবে বাংলাদেশে পুশইন করেছিল। পুশইনকৃতরা সকলে মুসলিম সম্প্রদায়ের।