শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ সফর, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক প্রস্তুতি সভা

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পাটির (এনসিপি)’র সাংগঠনিক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জুন) বিকালে খাগড়াছড়ি জেলা শিশু একাডেমি সম্মেলন কক্ষে জাতীয় নাগরিক পার্টির খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে সভায় বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানকে বুকে ধারন করে গঠিত এনসিপি নতুন বন্দোবস্ত চাই।শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিম চাই না। মানুষের আকাঙ্খাা সংস্কার, বিচার ও নতুন সংবিধান প্রণয়ণের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়া। এনসিপি সে লক্ষ্যে কাজ করছে।
বক্তারা বলেন, নিরপেক্ষতার ভিত্তিতে এনসিপি গঠিত হবে । কোনো ফ্যাসিবাদি আওয়ামী লীগের সদস্যদের কমিটিতে নেওয়া হবে না। নিরপেক্ষ যোগ্যতার ভিত্তিতে সদস্য বাছাই করা হবে।
দক্ষিণ অঞ্চলের সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, এনসিপি’র অঞ্চল তত্ত্বাবধায়ক ইমন সৈয়দ, দক্ষিণ অঞ্চলের সংগঠক হামজাহ মাহবুব, এনসিপি’র যুব শক্তি কেন্দ্রীয় কমিটির সদস্য হারিছুর রহমানসহ খাগড়াছড়ি জেলায় জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখার সদস্যগণ।