বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১২ সফর, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন

খাগড়াছড়ি প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বরণে খাগড়াছড়িতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে ৪শতক জায়গায় ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে দিবসসমূহ পালনে জেলা বাস্তবায়ন কমিটি খাগড়াছড়ি জেলার আয়োজনে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
এসময় খাগড়াছড়ি সরকারি কলেজ অধ্যক্ষ সরাফত হোসেন, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মারুফ হাসান, বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা সুলতানা ঝুমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারন সম্পাদক এইচ এম প্রফুল্ল, আহত বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি রাকিব মনি ইফতি, মোঃ জাহিদ, মোঃ তপু, মোঃ জুনায়েদ সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।