বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
২১ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে জুলাই শহীদ দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত, জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার(১৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভার সভাপতিত্ত্ব করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। 
আলোচনা সভায় বক্তারা, জুলাই অভ্যুত্থানে খাগড়াছড়িতে ছাত্র জনতা কিভাবে ভুমিকা রেখেছিল সেইসব কথা তুলে স্মৃতি চারণ করেন। এবং যাদের রক্তের বিনিময়ে পেয়েছি আজকের এই স্বাধীনতা। 
সভায় বৈষম্যবিরোধী আহত ছাত্র প্রতিনিধি রাকিব মনি ইফতি, মোঃ জাহিদ, মোঃ জুনায়েদ সহ অভিভাবকরা জুলাই গণঅভ্যুত্থানের দিনগুলোর অভিজ্ঞতা তুলে ধরেন। 
এসময় খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মারুফ হাসান, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, এনসিপির দক্ষণাঞ্চলের সংগঠক মনজিলা সুলতানা ঝুমা,খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুছসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ জুলাই গণঅভ্যুত্থানের কথা তুলে ধরেন।