খাগড়াছড়ি প্রতিনিধি : আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। খাগড়াছড়ি থেকে মনোনয়ন পেয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূইয়া।
সোমবার ঢাকায় স্থায়ী কমিটির বৈঠক শেষে আসন্ন সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে ওয়াদুদ ভূঁইয়ার নাম প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো জানান, এটি সম্ভাব্য হলেও প্রায় চূড়ান্ত তালিকা।
ওয়াদুদ ভূঁইয়া এর আগে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে খাগড়াছড়ি আসনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী কল্প রঞ্জন চাকমাকে প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন। সরকার তাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। তার আমলে পাহাড়ে ব্যাপক উন্নয়ন হয়।
১/১১ ফখরুদিদ্দন- মইনদ্দিন সরকারের আমলে রোষানলে পড়েন। এরপর প্রতিবার দলীয় মনোনয়ন পেলেও তিনি নির্বাচন করতে পারননি।এদিকে খাগড়াছড়িতে ওয়াদুদ ভূইয়া ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়ায় নেতা কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দলটির নেতা-কর্মীরা।