বুধবার, ৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে পাহাড় ধসের শংকায় সহস্রাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে

খাগড়াছড়ি প্রতিনিধি : টানা বর্ষনে খাগড়াছড়ির নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে পাহাড় ধসের শংকা। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং চলছে। ইতিমধ্যে প্রশাসন সহস্রাধিক মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছে ।টানা বর্ষনে জেলার বিভিন্ন স্থানে ছোট-খাটো পাহাড় ধসের খবর পাওয়া গেছে। প্রশাসনকে সহযোগিতা করছে যুব রেডক্রিসেন্টের সদস্যরা।
খাগড়াছড়ি জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, জেলায় শতাধিক আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সতর্ক করে মাইকিং করা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সহস্রাধিক মানুষ আশ্রয় নিয়েছে। আশ্রিতদের রান্না করা খাবার দিচ্ছে । তিনি পাহাড়ের পাদদেশে ঝুকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে আহবান জানান।