বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১২ সফর, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে পুলিশের ফল উৎসবে স্বাদ নিয়ে মাতোয়ারা

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে পুলিশ সুপারের উদ্যোগে গ্রীষ্মকালীন মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিলসেটে আয়োজিত এ উৎসবের গ্রীষ্মকালীন ফল উৎসবে পাহাড়ে উৎপাদিত রাম্বুটান, আম, কলা, জাম, জামরুল, আনারস, কাঁঠালসহ রসালো বিভিন্ন জাতের দেশীয় ফল এর সুমিষ্ট ঘ্রাণ যেন অনুষ্ঠানটিকে আরো বিমোহিত করেছে। এরই মধ্যে জমকালো এই অনুষ্ঠানে নানা ধরণের ফলের স্বাদ নিতে সবাই মাতোয়ারা হয়ে উঠেন।
ফল উৎসবে খাগড়াছড়ি সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মতিয়ার রহমান, খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে অতিরিক্ত কমাড্যান্ট মো: মোখলেসুর রহমান,খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি রুমানা আক্তার,অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ,খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ পুলিশের কর্মকত্যা, সদস্য ও পুলিশ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা বলেন, সুস্থ ও সুন্দর জীবনের জন্য প্রাকৃতিক ফল খাওয়ার বিকল্প নেই। পুলিশ লাইন্সে ফল উৎসবের আয়োজন খুব ভালো লাগছে। ফল উৎসবের আয়োজনটি আমরা আনন্দের সাথে উপভোগ করছি। এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য পুলিশ সুপারকে ধন্যবাদ জানাই।