বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ সফর, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে যুব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি : “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি যুব উন্নয়ন অধিদপ্তর সম্মেলন কক্ষে পার্বত্য জেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে এ দিবসটি পালিত হয়েছে।

আলোচনা সভায় জেলা পরিষদের সদস্য মাহবুব আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা।

এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক হাফিজা আইরিন, মৎস্য কর্মকর্তা ড. রাজু আহম্মেদ, যুব উন্নয়ন অধিদপ্তর এর ডেপুটি কো-অর্ডিনেটর ইকবাল কাওসার।

এসময় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুব শক্তির গুরুত্ব রয়েছে বলে মন্তব্য করেন। পাশাপাশি যুব শক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে প্রযুক্তি ও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পাহাড়ে মাধ্যমে যুব শক্তিকে ব্যবহার করে দক্ষ জনশক্তিতে রূপান্তর সম্ভব। এতে একদিকে যেমন যুবকরা মাদকাসক্তসহ বিভিন্ন আসক্তি থেকে দূরে থাকরে অপরদিকে তারা কর্মক্ষম হবে।

আলোচনা শেষে ২৫জন শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান, ৪জনকে সেলাই মেশিনসহ ১২ জনকে ১৪ লাখ ৫০ হাজার টাকা ঋণের চেক বিতরণ করা হয়।