বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে সম্প্রীতি সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি : ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, শারদীয় দূর্গোৎসব আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানে সরকার সব ধরনের সহায়তা দিয়েছে। নিরাপত্তা নিয়ে কোন হুমকি নেই।
তিনি মঙ্গলবার বিকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তন সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত সম্প্রীতি সমাবেশে এ কথা বলেন।
তিনি বলেন পাহাড়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রেখে যার যার ধর্ম পালন করতে পারে তার জন্য সরকার সহযোগিতা করে যাচ্ছে। তিনি পাহাড়ে সকল সম্প্রায়ের মধ্যে সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রেখে দ্বীনি শিক্ষা বিস্তারে কাজ করার আহ্বান জানান।
খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে সদর জোন কমান্ডার লে.কর্নেল মোঃ খাদেমুল ইসলাম, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সাংঘঠনিক সম্পাদক আব্দুর রব রাজান, বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান,এনসিপি’র প্রতিনিধি শাহ্ নেওয়াজ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।