বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে আধাবেলা সড়ক অবরোধ চলছে

খাগড়াছড়ি প্রতিনিধি : ৮ অষ্টম শ্রেনীর এক স্কুল ছাত্রী গণধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে আধা বেলা সড়ক অবরোধ চলছে।
অবরোধে সমর্থনের জেলার বিভিন্ন সড়কে পিকেটিং চলছে।খাগড়াছড়ির অভ্যন্তরীন ও দুরপাল্লা সড়কে চলছে না কোন যানবাহন। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, এখনো পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পারিবারিক সূত্রের দাবী, মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে ফেরার পথে ঐ স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করে বাড়ির আশে অচেতন অবস্থায় পাওয়া যায়।এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে সদর থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা করেন।
বুধবার সকালে সিঙ্গিনালা এলাকা থেকে সেনাবাহিনীর সদর জোনের সহযোগীতায় তাকে আটক করে পুলিশ। আটককৃত শয়ন শীল সিঙ্গিনালার বাপ্পী শীলের ছেলে।
সমাবেশ থেকে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে বৃহস্পতিবার ভোর ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অবরোধ চলে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল জনান,অভিযুক্ত শয়ন শীলকে (১৯) সেনাবাহিনীর সহায়তায় পুলিশ আটক করেছে। ঘটনার সাথে জড়িত অন্য আসামীদেরও গ্রেফতারে অভিযান চলছে। ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত করে বিচার নিশ্চিত করা হবে।