খাগড়াছড়ি প্রতিনিধি : তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলকে অধিকতর সুসংগঠিত করার লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর মহিলা দলের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ৭নং ওয়ার্ডের বলিটিলা এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য মহিলা দলের নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের আহবান জানিয়ে বলেন, খাগড়াছড়ির উন্নয়নে ওয়াদুদ ভুইয়ার বিকল্প নেই। সব ষড়যন্ত্রের জাল ছেদ করে ওয়াদুদ ভুইয়াকে নির্বাচিত করে পাহাড়ের উন্নয়ন ও সম্প্রীতি নিশ্চিত করতে হবে।
মাটিরাঙ্গা পৌরসভার ৭ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি বেনু দত্তের সভাপতিত্বে বৈঠকে প্রধান বক্তা ছিলেন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, বিশেষ অতিথি ছিলেন ও খাগড়াছড়ি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ,মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা , পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, খাগড়াছড়ি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক দেবাশিষ দত্ত আসিস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সাদ্দাম হোসেন, সনাতন সমাজ কল্যাণ পরিষদ সভাপতি স্বপন কান্তি পাল, মাটিরাঙ্গা পৌর মহিলা দলের সভাপতি জয়শ্রী দে সনাতন সমাজ কল্যাণ পরিষদ সভাপতি স্বপন কান্তি পাল।
বকতারা বর্তমান সময়ে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে হলে প্রত্যেক ওয়ার্ডের নারীদের সম্পৃক্ত করতে হবে। সংগঠনের প্রতিটি নেত্রী-কর্মীকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও নারীর অধিকার প্রতিষ্ঠায় মহিলা দলকে অগ্রনী ভূমিকা রাখতে হবে।
বৈঠকে মহিলা দলের পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।