শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
৩১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
২০ সফর, ১৪৪৭ হিজরি

খালেদা জিয়ার দেশে ফেরা পেছালো

নিজস্ব প্রতিবেদক : লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা একদিন পিছিয়েছে। আগামী মঙ্গলবার তিনি দেশে ফিরবেন।

শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার খালেদা জিয়ার দেশের ফেরার তথ্য জানানো হয়েছিল।

শায়রুল কবির বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ ভাইয়ের মাধ্যমে বিএনপি মহাসচিবের নির্দেশে আপনাদের নিশ্চিত করছি যে, কাতার আমিরের দেওয়া বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স স্থানীয় সময় সোমবার লন্ডন থেকে চেয়ারপারসনকে নিয়ে রওনা হবে। তিনি মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন।’

তবে বেগম খালেদা জিয়ার ঢাকায় পৌঁছার সময় চূড়ান্ত হওয়ার পর বিস্তারিত জানানো হবে বলেও জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির।