খাগড়াছড়ি প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খাগড়াছড়ির বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার খাগড়াছড়ির মন্দিরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতার কামনায় ত্রিপুরা সম্প্রদায়ের উদোগে বিশেষ প্রার্থনা অনুুষ্ঠিত হয়। এতে ক্ষেত্র মোহন রোয়াজা ও বাংলাদেশ ত্রিপুরা সংসদের সভাপতি কমল বিকাশ ত্রিপুরাসহ ত্রিপুরার বিশিষ্ট উপজাতীয় নেতা প্রশান্ত ত্রিপুরা, এডভোকেট ভিক্টর ত্রিপুরা, রতন ত্রিপুরা, চরেন ত্রিপুরা, সুমি ত্রিপুরা ও গনেশ ত্রিপুরাসহ ত্রিপুরা সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশ নেন।