মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গণঅভ্যুত্থানে আহত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে পিআইবি’র সাংবাদিকতা প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক : জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে আহত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় ধাপ। এ প্রশিক্ষণের তৃতীয় দফায় (১১-১৩ নভেম্বর ২০২৫) সারাদেশের মোট ২৬ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন, যারা গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
আজ পিআইবির সেমিনার কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার উপ-সম্পাদক সুলতান মাহমুদ বিন জুলফিকার ও নিউজ নেটওয়ার্ক এর প্রশিক্ষণ সমন্বয়কারী জিয়াউর রহমান। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
প্রশিক্ষণ কর্মসূচিতে ডিজিটাল সাংবাদিকতা, প্রয়োজনীয় অ্যাপস, টুলস, মাইক্রোফোন বা হেডফোন ব্যবহার করে অডিও ধারণ, ভিডিও শুট ও এডিট, সাংবাদিকতার নৈতিকতা, ট্রমা মোকাবেলা– এসব বিষয়ের ওপর বিশেষ সেশন পরিচালিত হবে।
প্রশিক্ষণে সম্মানীত প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকছেন, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এর অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি নাজিয়া আফরিন মনামী, ব্র্যাকের কমিউনিকেশন স্পেশালিস্ট শাফাত রহমান, ফ্যাক্টচেকার রিদওয়ান ইসলাম প্রমুখ।
প্রশিক্ষণ কর্মসূচিটি চলমান থাকবে এবং পর্যায়ক্রমে তালিকাভুক্ত সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হবে।