বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ সফর, ১৪৪৭ হিজরি

গাছের ডাল কাটা নিয়ে বিরোধিতার জেরে বৃদ্ধকে হত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে আবুল কাশেম (৬৩) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওয়াসিম (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেশারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম একই ওয়ার্ডের মৃত আবুল হাশেমের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানায়, কাশেমের তিন মেয়ে। সব মেয়েকে বিয়ে দিয়ে স্ত্রী নিয়ে একা বাড়িতে বসবাস করতেন। প্রতিবেশী সোলেমান মোল্লা বাড়ির হানিফ এর সঙ্গে মঙ্গলবার সংঘর্ষে জড়ান তিনি। কাশেমের বাড়ির আম গাছের ডাল তার সীমানার বাইরে যায়। এ নিয়ে ওই সময় গাছের ডাল কাটা নিয়ে কাশেমের সঙ্গে হানিফের কথা কাটাকাটি হয়। বুধবার সকালে ফজরের নামাজ শেষে রাস্তায় হাঁটতে বের হন কাশেম। ডাল কাটা নিয়ে বিরোধের জের ধরে হানিফসহ তার ভাই মিঠু, হোরণ ও টিটুসহ কয়েকজন কাশেমকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে যায়। এতে কাশেমের কান দিয়ে রক্ত বের হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।