বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১২ সফর, ১৪৪৭ হিজরি

গাজীপুরে অধ্যাপক এম এ মান্নানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের মাটি ও মানুষের নেতা, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক এম এ মান্নান স্যারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল টঙ্গী পূর্ব থানা বিএনপির সংগ্রামী সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নির্দেশনায় ৫৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোফাজ্জল উদ্দিন শিশির সভাপতিত্বে ও টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়ের তত্ত্বাবধানে আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তৃতা দেন ইসমাইল হোসেন, আকবর হোসেন খান ফারুক, সিরাজুল ইসলাম সাথী, মোস্তফা সরকার, নুরি মোস্তফা খান, মোফাজ্জল শিশির, মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় এবং নূর মোহাম্মদ জাকারিয়া রিসাল।

বক্তারা অধ্যাপক এম এ মান্নান স্যারের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর জীবনাদর্শ অনুসরণ করে দলকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা।

দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, অগ্রগতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়