শনিবার, ১৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৩ জনসহ নিহত ৪

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর ফুলবাড়িয়া মাওনা আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান জানান, আজ শুক্রবার দুপুরে শ্রীপুরের মাওনা এলাকা থেকে সিএনজি যোগে ৫ জন যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা হন। সিএনজিটি কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি দুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলেই বাবা জাহিদ ও তার ছেলে নিহত হন। এ সময় জাহিদের স্ত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত ডাক্তার জাহিদের স্ত্রী ও শফিকুল নামে আপর একজনকে মৃত ঘোষণা করেন। তারা সবাই বগুড়া জেলার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার বাসিন্দার বলে জানিয়েছে পুলিশ।