বুধবার, ১৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
২০ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

গোপালগঞ্জে পদযাত্রা শেষে মাদারীপুর যাবেন এনিসিপি নেতারা

মুক্তবাণী অনলাইন : চলতি মাসের প্রথম দিন থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ইতোমধ্যে কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি।

মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে পদযাত্রা করে দলটি। এরপর মাদারীপুরে যাওয়ার কথা রয়েছে দলটির নেতাদের।

মঙ্গলবার ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, বিপ্লবের সহযোদ্ধারা ধুমকেতুর মতো ছুটে আসুন। বুধবার গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাল্লাহ।

আরেকটি পোস্টে তিনি লেখেন, গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত হবে এবং জেলার নাম দিয়ে আর বৈষম্য হবে না‌। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। একইসাথে আমরাই গোপালগঞ্জের গণমানুষের ন্যায্য অধিকার পাওয়ার লড়াই করব। গোপালগঞ্জ কোনও ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের।