বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে ‘শেখ হাসিনা ফোর্সের’ ঝটিকা মিছিল, আটক ৩

নিজস্ব প্রতিবেদন :

চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন যুবক।বৃহস্পতিবার নগরের লাভ লেইন এলাকায় ‘শেখ হাসিনা ফোর্স’ লেখা ব্যানার হাতে মিছিল করেন তারা।

মিছিলের পর অভিযান চালিয়ে মিছিলে থাকা তিন যুবককে আটক করেছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিছিলের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ৩৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন ১৫ থেকে ২০ জন তরুণ-যুবক। হাতে ‘শেখ হাসিনা ফোর্স’ লেখা ব্যানার। মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ভিডিও ফুটেজ দেখে তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে।

এর আগে ১৭ এপ্রিল চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করে যুবলীগ। নগরের বহদ্দারহাট মোড় এলাকায় এই মিছিল করেন তারা। ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পড়ার পর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিছিলে থাকা পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।