শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাত্র হোস্টেল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোডের একটি ছাত্র হোস্টেল থেকে মো. সাফায়েত হোসেন ইউশা (১৯)নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

সোমবার (২৬ মে) দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় থানা পুলিশ।

নিহত সাফায়েত হোসেন ইউশা ফেনী সদর থানার দুলাল খান বাড়ি রোডের সাজাত হোসেনের ছেলে। বর্তমানে জিগাতলা মনেশ্বর রোড টেককেয়ার হোম ৫/১/বি নম্বর বাসার ষষ্ঠ তলায় থাকতেন।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক(এসআই) মাহবুব অর রশিদ জানান, আমরা খবর পেয়ে হাজারীবাগে জিগাতলা মনেশ্বর রোড টেক কেয়ার হোম ছাত্র হোস্টেল ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে যাই। সেখানে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা একটি চিরকুট উদ্ধার করেছি, সেখানে আর্থিক অনটন ও হতাশার কথা উল্লেখ করা রয়েছে। আমরা তার মোবাইল এবং চিরকুট জব্দ করেছি, এ বিষয়ে তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে।