মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জনগণকে সঙ্গে নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করব : আরিফ হাওলাদার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এবং গাজীপুর-৬ (টঙ্গী-গাছা-পুবাইল আংশিক) আসনের মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের নেতৃত্বে শনিবার বিকেলে এ র‍্যালি বের করা হয়।

টঙ্গী পূর্ব-পশ্চিম, গাছা ও পুবাইল এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল হোসেন মার্কেট এলাকায় এসে বিশাল জনসমাবেশে রূপ নেয়। পরে র‍্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে চেরাগআলী সৈলারগাতি হকের মোড়ে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আরিফ হোসেন হাওলাদার বলেন, ৭ নভেম্বর স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার দিন। এই চেতনাকে ধারণ করেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, গাজীপুর-৬ আসনে আমি দীর্ঘদিন ধরে দলের নির্দেশিত সকল কর্মসূচি পালন করেছি, জেল-জুলুম সহ্য করেছি, কিন্তু দলের ভাবমূর্তিতে কখনো কলঙ্ক লাগাইনি। দল যদি ত্যাগীদের মূল্যায়ন করে তবে আমার নাম অবশ্যই আলোচনায় আসবে। তদুপরি’ দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে জনগণকে সঙ্গে নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করব, ইনশাআল্লাহ।

তিনি এলাকার জনগণকে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, মনিরুল আলম চৌধুরী, সফিউদ্দিন সফি, সাবেক সাধারণ সম্পাদক টঙ্গী পূর্ব থানা বিএনপি এবং স্থানীয় নেতৃবৃন্দ নুরুজ্জামান সোহেল, মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন, আরিফুল হক প্রধান সুবেল, পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক, তুষার খান, আলমগীর হোসেন দিপু প্রমুখ।

র‍্যালি ও সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, তাঁতিদল, মৎস্যজীবী দলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।