বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ সফর, ১৪৪৭ হিজরি

জম্মু-কাশ্মীর সীমান্তে দু’পক্ষের গোলাগুলি, ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে পাকিস্তান-ভারত সীমান্ত নিয়ন্ত্রণরেখায় (এলওসি) পাকিস্তান সেনাবাহিনীর অনুপ্রবেশের জেরে গোলাগুলির ঘটনায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে এ তথ্য জানা গেছে।

১২ আগস্ট (বুধবার) রাতে অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়। ভারতীয় সেনা সূত্র জানায়, অনুপ্রবেশকারীদের গুলিবর্ষণ সহায়তা দেয় পাকিস্তান সেনা। সাধারণত পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের সহায়তায় এ হামলা হয়। এটি নিয়মিত অনুপ্রবেশের প্রচেষ্টা থেকে আলাদা ছিল।

ভারতীয় সেনারা পালটা গুলি চালালে সংঘর্ষে এক সেনা গুরুতর আহত হন এবং পরে মারা যান। যদিও খারাপ আবহাওয়ার সুযোগে অনুপ্রবেশকারীরা পালিয়ে যায়। ঘটনাটি নিয়ে ভারতীয় সেনাবাহিনীর কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনও পাওয়া যায়নি।

অপারেশন সিন্ধুর পর এটি পাকিস্তানের প্রথম বড় উসকানি। অপারেশন সিন্ধু ছিল পেহেলগাম সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের পর ভারতের পালটা বিমান হামলা পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চালানো হয়। সেই ঘটনার পর পাকিস্তানের ড্রোন হামলা এবং সীমান্তে উত্তেজনা বাড়লেও, ইসলামাবাদ নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।

তবে গত কয়েক মাসে পাকিস্তানি নেতাদের উসকানিমূলক বক্তব্য পরিস্থিতি আবার উত্তপ্ত করে তুলেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ভারতকে পারমাণবিক হামলার হুমকি দেন এবং বলেন, অস্তিত্ব সংকট তৈরি হলে পাকিস্তান ‘অর্ধেক বিশ্ব’ ধ্বংস করতে পারে।