টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : জাপানি ভাষা শিক্ষা দানকারী প্রতিষ্ঠানসমূহের সংগঠন আজলিব (Association of Japanese Language Institutes in Bangladesh-AJLIB)-এর কমিটি আগামী ১ বছরের জন্য পুনর্গঠন করা হয়।
রোববার রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউট-এ সদস্যদের উপস্থিতিতে এ কমিটি পুনর্গঠন করা হয়।
এ কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো: ওয়াকিল আহমেদ, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক মো: সিরাজুল ইসলাম । নব-নির্বাচিত একমিটিতে সহ-সভাপতি পদে যথাক্রমে মো: রাগিব শাহরিয়ার, মো: জসিম উদ্দিন, মো নেছার উদ্দিন, মোজাম্মেল হক মাসুম। কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে : মো: আব্দুল হান্নান-১, মো: গোলাম কিবরিয়া-২, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো: কামরুল হাসান, মাহফুজার রহমান মন্ডল, সিরাজুল ইসলাম সবুজ, মো: হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক মো: ইমাম হোসাইন-১, নজরুল ইসলাম-২, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম-১, মোঃ আবু হানিফ-২, আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক শাকিল বাঁধন, জনসংযোগ ও যোগাযোগ সম্পাদক মাসুদ রানা, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক রিজন হোসাইন, সাংস্কৃতিক ও ইভেন্ট সম্পাদক শাকিল আহমেদ-১, শাহরিয়ার সাদ্দাম-১, নির্বাহী সদস্য মোঃ নাসির উদ্দিন-১, মুক্তারুল মিন্টু-২, মোঃ আশরাফুল মাহমুদ-৩, খোকন হোসেন-৪।
পরে নির্বাচিত কর্মকর্তারা এক আনন্দঘন পরিবেশে তাদের দায়িত্ব বুঝে নেন।