রবিবার, ১০ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ সফর, ১৪৪৭ হিজরি

জামায়াতের এমন সমাবেশ সত্যিই অবিশ্বাস্য : হান্নান মাসউদ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে লাখো মানুষের ঢল দেখে বিস্ময় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। তার মতে, ১৬ বছর ধরে যাদের রাজনৈতিক স্পেস ছিল না, তাদের এমন গণজোয়ার “অবিশ্বাস্য”।

শনিবার দুপুরে নিজের ফেসবুক স্ট্যাটাসে হান্নান মাসউদ লেখেন,“গুদারাঘাট থেকে সকাল এগারোটায় বেরিয়েছি টিএসসিতে তরুণ লেখক ফোরামের প্রোগ্রামে যোগ দিতে। রাস্তায় কোনো গাড়ি নেই, হাতিরঝিল থেকে মানুষজন হাঁটছে। হাজার হাজার মানুষ—তাদের গন্তব্য সোহরাওয়ার্দী উদ্যান। গাড়ি পল্টন মোড়ে এসে আর এগুচ্ছে না।”

তিনি আরও লেখেন, “১৬ বছর ধরে যাদের ন্যূনতম রাজনৈতিক স্পেস দেওয়া হয়নি, তাদের এমন সমাবেশ সত্যিই অবিশ্বাস্য। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই সমাবেশ হয়তো একটি মীথ হয়ে থাকবে। একাত্তর প্রশ্ন এড়িয়ে ভোটের রাজনীতিতে তারা কতদূর যেতে পারে, সেটাই এখন দেখার বিষয়।”